সময়নিউজবিডি টুয়েন্টিফোর
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে ইয়াছিন খান-(০৭) ও মোরসালিন খান-(০৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছেন পরিবার।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গত দুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের মুরসালিন জ্বরে আক্রান্ত হন। এর আগে থেকে মুরসালিনের বড় ভাই ইয়াছিনের জ্বর উঠে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদের মা লিমা বেগম বাড়ির পাশের মা ফার্মেসী নামে একটি ঔষধের দোকান থেকে নাপা সিরাপ আনেন। বাড়িতে এসে সিরাপ খাওয়ানোর পর থেকেই ইয়াসিন ও মুরসালিন বমি করতে থাকে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পথে রাত ৯ টায় ইয়াসিন মারা যান এবং বাড়িতে আনার পর রাত সাড়ে ১০ টায় মুরসালিনও মারা যান। এ ঘটনার পর থেকে মা ফার্মেসীর মালিক মাঈন উদ্দিন পলাতক রয়েছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি নাপা সিরাপটির পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
Leave a Reply