স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নতুন মোড় নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের নিহত ইয়াছিন ও মুরসালিন এর মৃত্যু ঘটনাকে। অবশেষে নিহত শিশুদের মা লিমা বেগমকে আটক করেছেন পুলিশ। লিমা বেগমই পরিকল্পিতভাবে দুই শিশু ছেলেকে হত্যা করেছেন মর্মে নিহত শিশুদের বাবা ইসমাঈল হোসেন খান থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে নিহত ইয়াছিন ও মুরসালিন এর মা লিমা বেগমকে আটক করেন আশুগঞ্জ থানা পুলিশ।
পরিকল্পিত হত্যাকে নাপা সিরাপ খেয়ে মারা গেছে মর্মে ছড়িয়ে দিলেও নাপা সিরাপের মান সঠিক পাওয়ায় নতুন দিকে মোড় নিয়েছে ঘটনাটি। এতে করে প্রকৃত সত্যটিও উদঘাটন হতে যাচ্ছে।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজাদ রহমান নিহত শিশুদের মা লিমা বেগমকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এদিকে, গত ১০ মার্চ ২০২২ ইং তারিখ রাতে নাপা সিরাপ খেয়ে মারা যান উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের দিনমজুর ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন -(০৭) ও মুরসালিন-(০৫)। এরপর থেকে শিশুদের মা লিমা বেগম দাবী করে আসছেন নাপা সিরাপ খেয়ে দুই শিশু মারা গেছে।
এ ঘটনায় ঔষধ প্রশাসন, চট্রগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা পুলিশের সহায়তায় যে ফার্মেসী থেকে নাপা সিরাপ কিনা হয়েছিল সেই মা ফার্মেসীর সকল নাপা সিরাপ ও শিশুদের খায়ানো নাপা সিরাপটিও উদ্ধার করে এর মান সঠিক কিনা তা যাচাইয়ের জন্য ঢাকা পাঠান। পরে পরীক্ষা-নিরীক্ষায় নাপা সিরাপের মান সঠিক পাওয়া যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply