সংবাদ শিরোনাম
কমলগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্র বাহিনীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা দীর্ঘ ২০ বছর মামলা মোকদ্দমার পর সরাইলে প্রকৃত মালিকের নিকট ভূমির দখল বুঝিয়ে দিলেন আদালত সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষ।। আহত-৩০।। বাড়ি-ঘর ভাংচুর ও লুটতরাজ ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই যুবক নিহত।। আহত-৪ সরাইলে মাদকসেবন করার দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস – পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচী পালন ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরধরে এক নারীকে কুপিয়ে হত্যা।। আহত-১ বিজয়নগর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন।। সভাপতি জাকির সম্পাদক শাহনেওয়াজ সাংবাদিকদের সাথে মতবিনিময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষনা কর্ণেল (অব:) সালেহ আহমদের ঈদের ছুটি শেষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু
বাউবি’র বোর্ড অব গভর্নরস এর ১৮৩তম সভা অনুষ্ঠিত

বাউবি’র বোর্ড অব গভর্নরস এর ১৮৩তম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরস (বিওজি) এর ১৮৩ তম সভা আজ ২৪ ফেব্রুয়ারি রবিবার দুপুর ৩.০০টায় বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে বাউবি’র ঢাকা অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ (সংশোধিত ২০০৯) এর ১৯(১) (ঘ) ও (ঙ) ধারামতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাউবি’র চ্যান্সেলর কর্তৃক বোর্ড অব গভর্নরস (বিওজি) এর সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আবু বকর ছিদ্দীক, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মো. মকবুল হোসেন, পিএএ, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং একই আইনের ধারা ১৯(১) (চ) মোতাবেক নিয়োগপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেখ কবির হোসেন, সভাপতি, বোর্ড অব ট্রাস্টিজ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সভাপতি, বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমিতি, অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান, সুপারনিউমারারি অধ্যাপক, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনিস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান এবং একই আইনের ধারা ১৯(১) (খ) ও (গ) মোতাবেক নিয়োগপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, প্রো-উপাচার্য (শিক্ষা), ও অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, ট্রেজারার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ সভায় অংশ নেন।
বাউবি’র বোর্ড অব গভর্নরস এর ১৮৩তম সভা সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। এছাড়া সভায় অংশগ্রহণকারী অন্যান্য সদস্যরা হলেন- অধ্যাপক সুফিয়া বেগম, ডিন, স্কুল অব এডুকেশন, অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, ডিন, ওপেন স্কুল, অধ্যাপক ডা. সরকার মো: নোমান, ডিন, স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি ও অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সভায় বোর্ড অব গভর্ণরস্ এর  সচিব ও বাউবি রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম উপস্থিত ছিলেন।
সভা শুরুর পূর্বে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বিওজি’র নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। বোর্ড অব গভর্ণরস্ এর নতুন সদস্যগণ বাউবি’র উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিওজি’র এ সভায় বিশ্ববিদ্যালয়ের নানা গুরুত্বপূর্ণ ইস্যূ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com