সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

আশিকুল ইসলাম,স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদল ও সরাইল উপজেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদল ও সরাইল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক পিয়াসের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাকিম মিয়া ও যুগ্ন-সাধারন সম্পাদক রিমন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আপনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্করের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শেখ জুনায়েদ, মো. সোহাগ মিয়া, আতিকুর রহমান, মো. মাহবুর রহমান, কমিটির সদস্য লিটন খান, শফি উদ্দিন, ছাত্রনেতা মো. শফিক মিয়া ও মাজহারুল ইসলাম প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com