মোঃ মামুন রেজা , ধামরাই প্রতিনিধি
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখনো ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ঘরমুখো মানুষের চাপে ঢাকা-আরিচা মহাসড়কের অংশে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবে কোথাও যানজটের কোনো খবর পাওয়া যায়নি।আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা- আরিচা মহাসড়কে ধামরাইয়ের ইসলামপুর থেকে-বাড়বাড়িয়া পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার যানজট মুক্ত রাখতে ব্যাপক তৎপরতা শুরু করেছে ধামরাই থানা পুলিশ। একই সাথে ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের ১০ জন সদস্য ও স্কাউট এর ২৫ জন সদস্য যানজট নিরসনে কাজ করছে।ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, গত কয়েকদিন ধরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ব্যস্ততম এলাকা ইসলামপুর বাসস্টেন্ড, ধামরাই থানারোড, ঢুলিভিটা, কালামপুর , বাড়বাড়িয়া বাজারে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে।বিশেষ করে ঈদ ছুটিতে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে সাভার ধামরাই, আশুলিয়া, পুলিশের কর্মকাণ্ড গত কয়েক বছরের থেকে বেশ দৃশ্যমান রয়েছে। যদিও যানবাহন বেড়ে যাওয়ায় যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। তারপরও যানজট নিরসনের লক্ষ্যে সড়কের পাশে যানবাহন কোনোভাবেই পার্কিং করতে দিচ্ছে না পুলিশ।পাশিপাশি সড়কের পাশে গাড়ি পার্কিং না করে নির্ধারিত স্থানে যানবাহন রাখার জন্য চালকদের পরামর্শ দেওয়া হচ্ছে । যারা আইন অমান্য করে মোটরসাইকেল সড়কের পাশে রাখছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে সড়কে কোনো প্রতিবন্ধকতা না থাকায় প্রধান সড়কগুলোতে যানজট অনেকটাই নিরসন হয়েছে |
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply