আদালত প্রতিবেদক//সময়নিউজবিডি
আদালত প্রাঙ্গণে জাল স্ট্যাম্প ও জাল কোর্ট ফি বাণিজ্যের প্রতিবাদে আইনজীবী সমিতি ও বিচারকদের দ্বন্ধে একটানা ৬ কার্যদিবস আদালত বর্জনের পর দুই বিচারকের আদালত বর্জন অব্যাহত রেখে ফের বিচারক কাজে ফিরে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিচারিক কাজে অংশ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সকল আইনজীবীরা। এতে করে বিচারাঙ্গনের প্রাণসঞ্চার ও বিচার প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে আইনজীবীদের পুরো দাবি পূরণ না হওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার এর আদালত এবং ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফারুক আহমেদসহ জেলা নাজির মোমিনুল কে অন্যত্র বদলি না করা পর্যন্ত এ দুই বিচারকের আদালত বর্জন অব্যাহত রেখেছেন আইনজীবীরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল আদালতের বিচার কাজে অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে আইনজীবীদের বৈঠকে সমিতির ৩টি দাবি মেনে নেওয়ার আশ্বাসে সমিতির পক্ষ থেকে আদালত বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৈঠকে নাজির মোমিনুল ইসলাম চৌধুরীকে দ্রুত বদলী করা হবে বলেও আশ্বস্ত করেন আইনমন্ত্রী। তিনি আরো বলেন, দূর্নীতিবাজ মোমিনুলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আদালত চত্বরে জাল স্ট্যাম্প ও জাল কোর্ট ফি বাণিজ্য চলছে। আইনজীবী সমিতি এতে বাঁধা দিলে জেলা জজ শারমিন নিগার মোমিনুল এর পক্ষাবলম্বন করেন। যার ফলে আইনজীবীদের সঙ্গে বিচারকের দূরত্ব সৃষ্টি হয়।
অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল আরো বলেন, আগামী ২৪ জানুয়ারীর মধ্যে দুই বিচারকসহ নাজির মোমিনুল ইসলাম চৌধুরীকে বদলী করা না হলে ফের সাধারণ সভা আহ্বান করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ৫ জানুয়ারি থেকে দুই বিচারক ও নাজির মোমিনুল এর অপসারণ দাবি করে আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply