স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাল টাকাসহ জরু মিয়া-(৪৫) নামে ১ ব্যক্তিকে আটকের পর ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা সদরের চালের আড়ত থেকে তাকে জালনোটসহ আটক করে এ দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত জরু মিয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেল্লা গ্রামের নুরু মিয়ার ছেলে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ইচ্ছাকৃতভাবে জালনোট বহন ও বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাবহার করার সময় জরু মিয়াকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড দিয়ে জেলখানায় প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মোবাইল কোর্ট দেখে আলামত ধ্বংস করার জন্যে ১ হাজার টাকার একটি জালনোট খেয়ে ফেলার চেষ্টা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply