সময়নিউজবিডি রিপোর্ট
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণ শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা যাবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ও ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা প্রচার-প্রচারনা চালাতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ ইং তারিখ সকাল ৮ টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা, ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সারাদেশে ৪২ হাজার ভোট কেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply