সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল উপজেলায় ৪ নারী পেলেন শ্রষ্ঠ জয়িতা পুরষ্কার। শনিবার ০৯/১২/২০১৩ ইং তারিখ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আয়োজিত ‘বেগম রোকেয়া’ দিবস উদযাপন অনুষ্ঠানে জয়িতাদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সরাইল প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, উপজেলা টেলিভিশন জার্নালিষ্ট এর সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, এন জি ও প্রতিনিধি মোহাম্মদ শরিফ মিয়া।
পরে ‘জয়িতা অন্বেষণে ‘বাংলাদেশ শীর্ষক বিষয়ক কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে সরাইল উপজেলার বড় দেওয়ান পাড়ার লাইলা নিগার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের ক্যাটাগরিতে পানিশ্বর ইউনিয়নের তাহমিনা আক্তার, সফল জননী হিসেবে নোয়া গাও ইউনিয়নের বাড়িউড়া গ্রামের হাসনা হেনা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের রৌশন আক্তারের হাতে শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার ও সনদ পত্র তুলে দেন অতিথি বৃন্দ। পরিশেষে নিজের জিবনের অধ্যবসায় তুলে ধরে বক্তব্য রাখেন মানুষ গড়ার কারিগর শিক্ষিকা লাইলা নিগার।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply