সময়নিউজবিডি রিপোর্ট
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে ৷
লেভেল-১, সেমিস্ট্রার-১ এর বিভিন্ন অনুষদে ভর্তিকৃত নবীন ছাত্রছাত্রীদের অরিয়েন্টেশন অনুষ্ঠান মঙ্গলবার ( ১২ ডিসেম্বর ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। এছাড়া,সভাপতির দায়িত্বে ছিলেন, ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর আবুল বাশার খান ৷
শুরুতে মাননীয় ভাইস-চ্যান্সেলর নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির পরিচিতি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়তে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক কর্মচারী সহ নবীন শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন ৷ নবীনদের মধ্য থেকে ডিভিএমে ভর্তিকৃত শিক্ষার্থী নিহার রায় প্রথম বুলেটিনকে বলেন,”পবিপ্রবি দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটির পরিসর ছোট হলেও মনোমুগ্ধকর পরিবেশ সবাইকে বিমোহিত করে ৷
মূল ক্যাম্পাস ৭৭ একর ও বহিঃক্যাম্পাস (বাবুগঞ্জ, বরিশাল) ১২.৯৭ একরসহ মোট ৮৯.৯৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত ক্যাম্পাস। রয়েছে লালকমল, নীলকমল, তরঙ্গতনু নামে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন পুকুর,যা যে কাউকে মুগ্ধ করে।
তবে মূল ক্যাম্পাসের হলের পরিবেশ ভালো হলেও, বহি:স্থ ক্যাম্পাস(বাবুগঞ্জ,বরিশাল) এর হলে ফ্যাসিলিটিজ কিছুটা কম ৷
বরিশালের ক্যাম্পাসে নতুন একাডেমিক ভবন ও হল নির্মাণ সহ মূল ক্যাম্পাসের সকল সুবিধা নিশ্চিত করা উচিত ৷ আশাকরি পরবর্তীতে দক্ষিণবঙ্গের শিক্ষার্থীদের প্রথম পছন্দের বিশ্ববিদ্যালয় হবে পবিপ্রবি ৷”
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply