স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব অ্যাডভোকেট হারুন আল রশিদের বানিজ্যিক ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় দুইজন চিকিৎসক উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়েছেন। বাকিরা ঘুরছে বুক ফুলিয়ে।
জামিন প্রাপ্তরা হলেন- শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জাকারিয়া ও ডাঃ মোঃ মনির হোসেন।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদের বানিজ্যিক ভবনে থাকা মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের সীমানা প্রাচীর।
এসময় লুটপাটেরও অভিযোগ করা হয়। এই ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয় সদর মডেল থানায়।
পাশাপাশি একই ঘটনায় হারুন আল রশিদের ভাতিজা ডাঃ জাকারিয়া, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, পৌর এলাকার পুনিয়াউটের বাসিন্দা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম তৌছির, পৌর এলাকার শেরপুরের বাছির ওরফে ধোপা বাছির, পৌর এলাকার দাড়িয়াপুর গ্রামের মিজান ওরফে জামাই মিজান, শহরতলীর নাটাই গ্রামের আবু কাউসার এবং পৌর এলাকার উত্তর পৈরতলা গ্রামের মোঃ মিজান মিয়ার নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেন। তবে এই ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে দেওয়া মামলা পুলিশ আমলে নিয়ে নথিভুক্ত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply