সাহিত্য একাডেমি ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের ৫ম দিনে নির্বাচিত গ্রন্থের প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ বৈশাখ (১৮ এপ্রিল, ২০২৪) বৃহস্পতিবার, বিকাল ৫টায় সাহিত্য একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনের সূচনাপর্ব শুরু হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় বিভিন্ন লেখকদের নির্বাচিত গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচিত গ্রন্থের প্রকাশনা ও আলোচনা পর্বে সাহিত্য একাডেমির পরিচালক মণ্ডলীর সদস্য রম্যলেখক পরিমল ভৌমিকের সভাপতিত্বে কবি মো. আব্দুর রহিমের কাব্যগ্রন্থ “নস্টালজিয়া” বইয়ের আলোচনা করেন কবি এম.এ হানিফ, মোসলেম উদ্দিন সাগরের লেখা “বঙ্গবন্ধুর ভাবনায় সাধক-দার্শনিকদের মহৎ ভাবনা” বিষয়ক বইয়ের আলোচনা করেন এ.কে.এম শিবলী, আমির হোসেনের “হিরালী ও অন্যান্য গল্প” বিষয়ক বইয়ের ওপর আলোচনা করেছে হেলাল উদ্দিন হৃদয়, আল আমীন শাহীনের কাব্যনাটক “প্রতিরোধ” বইয়ের ওপর আলোচনা করেন আব্দুর রহিম, নুসরাত জাহান জেরিনের কাব্যগ্রন্থ “বেহিসেবি রঙ” বইয়ের আলোচক আল আমীন শাহীন, রোকেয়া রহমান কেয়া রচিত গল্পগ্রন্থ “তালপাতার পাখা” বইয়ের আলোচনা করেন মনিরুল ইসলাম। নির্বাচিত গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির সম্পাদনা মণ্ডলীর সদস্য জামিনুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য দেন আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ। আলোচনাপর্বের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তিতাস ললিতকলা একাডেমি, বৈশাখী শিল্পী গোষ্ঠী ও ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাংস্কৃতিক পরিবেশনা। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply