স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার শেখ হাসিনা সড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া-(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকাল সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেখ হাসিনা সড়কের প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের গোয়ালখলা গ্রামের ফয়লান খাঁ এর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা ফয়লান খাঁও আহত হয়েছেন।
জানা যায়, আজ মঙ্গলবার সকালে চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে যাওয়ার সময় লক্ষীমুড়া বাজার থেকে থেকে বাবা ফয়লান খাঁ কে নিয়ে সিএনজিতে উঠেন প্রবাস থেকে ছুটিতে আসা জিতু মিয়া। তাদের সিএনজিটি শেখ হাসিনা সড়কের প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ জন যাত্রী ও চালক এবং মোটরসাইকেল আরোহী আহত হয়। আহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন চন্দ্র বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply