স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকাস্থ চম্পকনগর ইউনিয়ন সমিতি গঠনের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ জুন) বিকেল ৪ টায় রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকায় বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের নাগরিকদের ঐক্যবদ্ধ একটি সামাজিক প্লাটফর্ম হিসেবে এ সংগঠনটি গঠিত হতে যাচ্ছে বলে পরামর্শ সভা থেকে জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ঢাকায় বিভিন্ন পেশায় বসবাসকারী চম্পকনগর ইউনিয়নের নাগরিকদের যে কোন বিপদ আপদে পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এ সমিতি গঠন করা হচ্ছে। সে জন্য আজকের প্রথম পরামর্শ সভায় সমিতির একটি গঠনতন্ত্র তৈরির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৬ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব প্রাপ্তরা সকলের সাথে পরামর্শক্রমে দ্রুত একটি গঠনতন্ত্র তৈরি করে পরবর্তী সভা আহ্বান করবে। সভায় উপস্থিত নেতৃবৃন্দ নিজ নিজ পরামর্শ প্রদান করে বক্তব্য দেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply