স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মত ও পথ অনলাইনের সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির হৃদযন্ত্রে বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) ভারতের দিল্লির মেদান্তা দ্যা মেডিসিটি হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ সার্জন শ্রী নরেশ থ্রেহান তাঁর এ বাইপাস সার্জারি সম্পন্ন করেন।
মোকতাদির চৌধুরী এমপি’র ঘনিষ্ঠজন ও হাসপাতালে অবস্থানরত সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হোসেন সফল অস্ত্রোপচার এর তথ্য নিশ্চিত করে জানান, ডাক্তার বলেছে অপারেশন ভালভাবে সুসম্পন্ন হয়েছে কোন ধরনের কোন সমস্যা ইনশাল্লাহ নাই। আপাতত নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামীকাল সকালে উনার জ্ঞান ফিরবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তিনি দ্রুত সুস্থ হয়ে এমপি মহোদয় যেন দেশে ফিরে আসতে পারেন সে জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর (শনিবার) ওপেন হার্ট সার্জারি করাতে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর এর অভাবনীয় উন্নয়নের রূপকার উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উনার সাথে তাঁর স্ত্রী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন রয়েছেন।
এদিকে মোকতাদির চৌধুরী এমপির দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসী ও ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন তাঁর সহধর্মিনী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply