স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
তরুণ কবি লিটন হোসাইন জিহাদের প্রথম কবিতার বই ‘তুমিহীনা বন্ধা সময়’-এর প্রকাশনা উৎসব শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। পথিক টিভি মিডিয়া সেন্টার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কাব্যগ্রন্থটির প্রশংসার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংস্কৃতিক কর্মকান্ডের সমৃদ্ধ ঐতিহ্যের উপর আলোকপাত করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকারের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও গবেষক মানবর্দ্ধন পাল, সদর উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান এম এ এইচ মাহাবুব আলম, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেখক সোপানুল ইসলাম সোপান, কবি ও গবেষক মহিবুর রহিম, লেখক ও সাংবাদিক সোহরাব শান্ত, কালের ধ্বনি সম্পাদক কবি ইমরান মাহফুজ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন শাহিন, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক কল্যাণ সংসদের সভাপতি মো. জসীম উদ্দিন বেপারী প্রমুখ।
আল আমিন শাহিন ও রাবেয়া জাহান তিন্নির গ্রন্থনা ও পরিকল্পনায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্মৃতি সবুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘তুমিহীনা বন্ধা সময়’ কাব্যগ্রন্থের রচয়িতা, পথিক নিউজ ও পথিক টিভি’র সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক কবি লিটন হোসাইন জিহাদ। বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি ও আলোচনা করেন সাংবাদিক ও প্রাবন্ধিক শেখ আবুল খায়ের আনছারী। কবি পরিচিতি পাঠ করেন মেহের“ন্নেছা ঝুমু।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশনা উৎসব শেষ হয়। সাংস্কৃতিক পর্ব সাজানো ছিল ‘তুমিহীনা বন্ধ্যা সময়’ কাব্যগ্রন্থের নির্বাচিত কবিতা আবৃত্তি, গান, নৃত্য ইত্যাদি পরিবেশনায়। আবৃত্তি করেন আল আমিন শাহিন ও মাহবুবা জামান ডেন্সি,সাহাদাত হোসেন সোহেল,শাখাওয়াত হোসে,রাকিবুল ইসরাম প্রমুখ। নৃত্য পরিচালনা করেন আব্দুল মতিন শিপন। অনুষ্ঠান আহবায়ক ছিলেন কোহিনুর আক্তার । অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পথিক টিভি’র ডেস্ক রিপোর্টার হালিমা খানম ও ভিডিও গ্রাফার মো. আতাউল্লাহ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply