স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে দেওড়া নবদূত যুব সংঘ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও গুনীজন সংবর্ধনা। ১৬ ডিসেম্বর, সোমবার বিকাল ৪টায় দেওড়া তাড়া মসজিদ পাড়ায় বালির মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেওড়া গ্রামের কৃতি সন্তান মুগদা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. জুনায়েদুর রহমান লিখন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নকশাবিদ ও দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কর্মী ও সদস্য মো. শাহজাহান চৌধুরী, ঢাকা ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ঢাকস্থ সরাইল সমাজ কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ুন কাজী, গ্রামীন ব্যাংকের অফিসার মো. আলমগীর মুন্সী কে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসেল চৌধুরী (শাওন)। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একটি আধুনিক বিজ্ঞান সমৃদ্ধ একটি বিদ্যালয় স্থাপনের আশাবাদ ব্যক্ত বরেন। এছাড়াও বিজয় দিবস, ক্রীড়া ও সংস্কৃতির উপর আলোকপাত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply