জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। এক বিবৃতিতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন এ শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফজিলাতুন্নেছা বাপ্পি ছিলেন আওয়ামীলীগের একজন ত্যাগী ও পরিক্ষিত মুজিব আদর্শের সৈনিক। তিনি ছিলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় উন্নয়নশীল বাংলাদেশ গড়ার সত্যিকারের এক দেশপ্রেমিক। তার মৃত্যুতে দেশ হারালো একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা ও দল হারালো একজন ত্যাগী ও পরিক্ষিত কর্মীকে। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
উল্লেখ্য, ০২ জানুয়ারি ২০২০ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply