আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল একতা যুব সংঘের উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ধরমন্ডল বাজার এলাকার বালুর মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
বিশিষ্ট ব্যবসায়ি মোঃ মাছুম মিয়া ও রশিদ মিয়ার সৌজন্যে এলাকার দরিদ্রদের মাঝ শীতবস্ত্র বিতরণ ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ খায়রুল ইসলামের সার্বিক সহযােগিতায় ও সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক আজাদের পরিচায়লনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের।ধরমন্ডল উচ্চ বিদ্যালয়ের দুই বারের সভাপতি মোঃ সফিকুল ইসলাম সফিক মেম্বারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ কুতুব উদ্দিন, মোঃ মুখলেছুর রহমান, আব্দুল কাদের, মোঃ আক্তারুজ্জামান, মোঃ বিল্লাল মিয়া, আহমেদ উদ্দিন জালাল ও কাজী মোঃ সাহাব উদ্দিন প্রমুখ।
সংগঠনের এমন মহতি উদ্যােগকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাফিউল ইসলাম ও আমিনুল ইসলাম। বক্তারা বলেন, আমাদের ধরমন্ডল একটি অবহেলিত অঞ্চল, এখানে নেই যেমন কােন রাস্তা ঘাটের সুবিধা, তেমনই নেই প্রয়ােজনীয় স্কুল কলেজের ব্যবস্থা। তাছাড়াও ধরমন্ডলের বদনাম রয়েছে সারা দেশ বিদেশ জুড়ে।এ সমস্ত সামাজিক সংঘঠনের মাধ্যমে সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ সহ সকল অন্যায়, অনিয়ম,দুর্নীতি দুর করে ধরমন্ডল কে একটি আর্দশ ইউনিয়নে রূপান্তরিত করতে চান। এ জন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য সহ সকল প্রশাসনিক সহযােগিতা চায় তারা।
এসময় এলাকার প্রায় শতাধিক গরীব অসহায় নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ ও দুইজন কৃতি ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply