সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোনসহ মাহিমুল ইসলাম শোভন (২৪) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌঁনে ৩টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের মাছিহাতা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম-সেবা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ১৩নং মাছিহাতা ইউনিয়নের মাছিহাতা গ্রামের নিজ বসত বাড়ীর পশ্চিম ভিটির বিল্ডিং ঘর হইতে অবৈধ চোরাইপথে পাচারকৃত ৭৯৪০০০/- (সাত লক্ষ চুরানব্বই হাজার) টাকার ভারতীয় বিভিন্ন মডেল এর ৫৬ (ছাপান্ন) টি মোবাইল ফোন সহ মাহিমুল ইসলাম শোভনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মাহিমুল ইসলাম শোভন মাছিহাতা গ্রামের শফিকুল ইসলাম ওরফে চানু মেম্বারের ছেলে। পরে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রচলিত ধারায় মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply