 
								
                            
                       
এ.জেড মিথুন//সময়নিউজবিডি
প্রয়াত মহা নায়ক সালমান শাহ স্মরণে স্বপ্নের ঠিকানা রিসোর্ট নামে এই শুটিং  ও পিকনিক স্পর্ট এর শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি ও মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
গতকাল শুক্রবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখলানাগরীর বিরতুল উত্তরপাড়ায় রাশেদ খান নামে প্রয়াত মহানায়ক সালমান শাহ’র এক ভক্তের উদ্যোগে “স্বপ্নের ঠিকানা” রিসোর্টটি প্রতিষ্ঠা করা হয়।     
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দরা সহ দেশের নামি দামি চিত্র পরিচালক ও বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বরা।

স্বপ্নের ঠিকানা রিসোর্ট এর চেয়ারম্যান মোঃ রাশেদ খান বলেন, আমার খুব ভালোবাসার মানুষ মহা নায়ক সালমান শাহ। তার স্মরণে একজন অন্ধ ভক্ত হিসাবে আমি যে এতটুকু করতে পেরেছি তাই আমি নিজেকে গর্বিত মনে করি। সমাজের সর্বস্তরের জনগণকে আন্তরিক ভাবে অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আপনারা আসুন দেখুন এবং আপনাদের ভালোবাসা পেলে এখানে আগামীতে আরো অনেক সুন্দর সুন্দর পর্যটক নিদর্শন জিনিস স্থাপন করবো।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    
Leave a Reply