আব্দুল হানন্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের অভিযানে মোঃ মোজাহিদ মিয়া (২৮) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোজাহিদ উপজেলার ফান্দাউক গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। বুধবার (১৮ মার্চ) দিবাগত গভীর রাতে ফান্দাউক নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ পাটোয়ারী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জিআর ২৬৫/১২ নারী ও শিশু ১৩৪৮/১২ মামলার ৩ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ মোজাহিদ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ পাটোয়ারী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply