মোহাম্মদ মামুন রেজা, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগরে অবস্থিত করনা কোয়ারেন্টাইন সেন্টার ২০ শয্যা বিশিষ্ট কৃষ্ণনগর হাসপাতাল এর বিভিন্ন কক্ষ থেকে ২৬টি সিলিং ফ্যান চুরি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দীন মিন্টু জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর ইফফাত আরাকে বিষয়টি অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে অনুরোধ করা হয়েছে। ডা. ইফফাত আরা জানান, তিনি এই উপজেলায় যোগদান করার আগেই এ চুরির ঘটনা ঘটেছে। তবে ফ্যানের অভাবে রোগী ও স্টাফদের যাতে কোন কষ্ট না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধামরাইয়ে ইতিমধ্যে বিদেশফেরত তিনজন সহ আট জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কাজেই উপজেলার একমাত্র কোয়ারেন্টাইন সেন্টারটি সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply