সংবাদ শিরোনাম
করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। রবিবার (২২ মার্চ) তিনি জেলার পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে এসব মাস্ক বিতরণ করেন।

মাস্ক বিতরণকালে পুলিশ সুপার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেকে নিরাপদ রাখতে সর্দি-কাশিতে আক্রান্ত যেকোনো ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। আক্রান্ত ব্যক্তি ও পরিচর্যাকারীর মুখে বিশেষ মাস্ক পরতে হবে। কখনোই নাক-মুখ না ঢেকে হাঁচি-কাশি দেবেন না। ব্যবহৃত টিস্যু বা রুমাল যথাযথ জায়গায় ফেলতে হবে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আলমগীর হোসেন, পিপিএম-সেবা,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আলাউদ্দিন চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com