সংবাদ শিরোনাম
ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের উদ্যোগে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় হাত ধোয়ার সামগ্রী ও জীবাণুনাশক স্প্রে

ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের উদ্যোগে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় হাত ধোয়ার সামগ্রী ও জীবাণুনাশক স্প্রে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণ মহামারি আকার ধারণের প্রাদুর্ভাবের আশঙ্কায় বাংলাদেশ সরকারের গৃহীত কার্যক্রমে সরকার দলীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, জীবাণুনাশক স্প্রে দিয়ে সতর্কতা অবলম্বনের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া -০৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে ও জেলা ছাত্রলীগের নেতৃত্বে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মুসল্লীদের করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ব্যবস্থা ও জীবাণুনাশক স্প্রে ছিটানো সহ প্রচারণা চালায়।
মঙ্গলবার (৩১ মার্চ) পত্তন ইউনিয়নের মনিপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আতকাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কল্যানপুর কওমী মাদ্রাসায় মুসল্লী ও শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়া নিশ্চিত করতে ওজুখানায় জীবাণুনাশক স্প্রে ছিটানো ও সাবানদানী বসানো হয়।

এসময় মুসল্লী ও মাদ্রাসা শিক্ষার্থীদের বার বার হাত ধোয়া ও বিনা প্রয়োজনে বাহিরে না যাওয়ার আহবান জানান পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পাশাপাশি পরিবার প্রতিবেশী সহ সকলকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলারও আহবান জানান।                              
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com