সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কর্মহীন অসহায় ২৯ টি পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এস.এম. মোসা।
শনিবার (২৫ এপ্রিল) করোনাভাইরাস মোকাবিলায় উপজেলা পানিশ্বর ইউনিয়নের বেড়তলা, শান্তিনগর, বড়ইবাড়ি, সিতাহরণ, গ্রামের কর্মহীন ভ্যান, রিকশা ও সিএনজি চালক ২৯টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে তুলে দেন ইউএনও।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মোবাইল নম্বরে কল ও ম্যাসেঞ্জারের মাধ্যমে তালিকা অনুযায়ী কিছু পরিবারের কাছে নিজে ও কর্মী বাহিনী নিয়ে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোঁছে দেয়া হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস এম. মোসা। এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ।
খাদ্য বিতরণকালে ‘অসচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরনের জন্য সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকায় নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply