স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রাব্বানী রাব্বি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৪৫ বছর। সে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের বাসিন্দা।
জানা যায়, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির হোসেন আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এসময় পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন ও আত্মীয়স্বজন সহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শোকাভিভূত হয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক দল আওয়ামী যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।
তবে মরহুমের নামাজে জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply