বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে সারাদেশে লকডাউন চলায় শ্রমজীবী ও খেটে-খাওয়া মানুষরা কর্মহীন হয়ে পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক “ঈদ উপহার ” হিসেবে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর আওতায় ৫০ লাখ মানুষকে ২ হাজার ৫শত টাকা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ সহায়তার কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের যারা পাবেন তাদের নামের তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টানিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ হামিদুল হক হামদু। গতকাল সোমবার (১৮ মে) তিনি এ তালিকা জনসাধারণের জ্ঞাতার্থে নোটিশ বোর্ডে টানিয়ে দেন।
এ বিষয়ে চম্পকনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক হামদু জানান, মহামারি এ করোনা দূর্যোগে কর্মহীন মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার ২ হাজার ৫শত টাকা করে যারা পাবেন তারা যেন নিজেরাও জানতে পারেন তারা উপহারের নগদ টাকা প্রাপ্তির তালিকায় তাদের নাম রয়েছে সেজন্য নোটিশ বোর্ডে তালিকা টানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে যেন কেউ প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্তি থেকে বঞ্চিত করতে না পারে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply