সংবাদ শিরোনাম
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

সময়নিউজবিডি রিপোর্ট 

মৃত্যুর সাথে দীর্ঘদিন পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। 
বৃহস্পতিবার (০৯ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
অ্যাডভোকেট সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।             
জানা যায়, ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঢাকা-১৮ (উত্তরা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ২ জুন ২০২০ ইং তারিখে জ্বর এলার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। গত ২৬ জুন পুনরায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে আইসিইউতে নেওয়া হয়। 
এদিকে গত ৬ জুলাই উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় তিনি মারা যান। ব্যক্তিগত জীবনে সাহারা খাতুন ছিলেন চিরকুমারী।                           

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com