স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হাতে খুন হয়েছে ওবায়দুল হক নিরব-(২২) নামে এক যুবক। গত সোমবার রাতে উপজেলার বাদৈর ইউনিয়নের বর্ণি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিরব বর্নি গ্রামের মোঃ হারুনুর রশিদের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বর্নি গ্রামের হারুনুর রশিদের সাথে তার ভাই মোঃ সামছু মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। প্রায় ১ মাস আগে সালিশের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়।
গত সোমবার সন্ধ্যায় নিরব চাচাতো ভাইদের সাথে রাগ করে বাড়ির একটি সীমানা খুঁটি তুলে ফেলেন। এনিয়ে নিববের বাবা তাকে গালমন্দ করে চাচা সামসু মিয়ার কাছে মাফ চাইতে বলেন। বাবার কথামতো নিরব চাচার কাছে মাফ চাইতে গেলে তার চাচা-চাচি ও চাচাতো ভাইয়েরা মিলে তাকে বেদম মারধোর করে এক পর্যায়ে ইজিবাইকের ভাঙ্গা কাচের টুকরো দিয়ে নিরবের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ মিজানুর রহমান বলেন, সীমানা নিয়ে বিরোধের জেরে নিরব খুন হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply