সংবাদ শিরোনাম
বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষার্থে উপজেলার চান্দুরা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। 
অভিযানে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ ভঙ্গ করায় বি-বাড়িয়া অটো রাইস মিলকে ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এ ০৪ জনকে ১০০০/- টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিজয়নগর থানা পুলিশ সহযোগীতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com