শফিকুর রহমান, সরাইল প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার একটি বিচ্ছিন্ন গ্রাম শাহবাজপুর ইউনিয়নের ক্ষমতাপুর। গ্রামটিতে বন্যার পানি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তিতাস নদীর কোলঘেষা ক্ষমতাপুর গ্রামটিতে জোয়ারের পানি প্রবেশ করায় ৮ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছেন। এতে এ এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছেন। এলাকাবাসীর দাবী বেড়ি বাঁধ নিমার্ণ করা হলে বন্যার পানি গ্রামটিতে প্রবেশ করতে পারবে না।
সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর গত বুধবারে ক্ষমতাপুর গ্রামটি পরিদর্শন করেছেন জানিয়ে এ প্রতিবেদককে বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণ ও উঁচু হয়ে আসা জোয়ারের পানি তার ইউনিয়নে প্রবেশ করতে থাকে। এতে ক্ষমতাপুর গ্রামে বন্যা দেখা দেয়। এই গ্রামের লোকজন গত কয়েক দিন যাবৎ বন্যার পানিতে বন্দী হয়ে মানবতর জীবন যাপন করছেন।
সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল হুদা চৌধুরী বাদল জানান, ক্ষমতাপুর গ্রামটি উপজেলার একটি বিচ্ছিন্ন দীপের মতো একটি গ্রাম। এ গ্রামের মানুষ প্রতি বছরই বন্যার পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করে থাকে। এর থেকে মুক্তি পেতে ক্ষমতাপুর গ্রাম বেষ্টিত বেড়ি বাঁধ দেয়ার প্রয়োজনতা দেখা দিয়েছে। উপজেলার নিম্নাঞ্চল হওয়ায় বাড়িঘরসহ এলাকার ফসল ও খামারের মাছ ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply