আশুগঞ্জ সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে সুজন (১৪) ও রিফাত (১৩) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুন) বিকেল ৫টায় উপজেলার তালশহর রেলস্টেশনের পশ্চিম পাশে বড়তল্লা এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা ওই এলাকার মুরশিদ মিয়ার ছেলে।
জানা যায় , সুজন ও রিফাত একই সাথে ঢাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন তারা। শনিবার বিকেলে বাড়ির কাছে রেললাইনের পাশে একটি মাঠে সহপাঠিদের সাথে ফুটবল খেলতে যায় তারা। এরই মধ্যে একটি লাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ও অপর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি একই সময়ে চলে আসে। সুজন ও রিফাত মালবাহী ট্রেনটি দেখতে পেয়ে অপর লাইনে চলে যায়। এই সময়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুজন। পরে পরিবারের লোকজন তাদের দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply