স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মালিকানাধীন টি.এ.রোডের কালীবাড়ি মোড় থেকে শিমরাইলকান্দি গ্যাসফিল্ড পর্যন্ত গুরুত্বপূর্ন সড়কটি সংস্কার করার দাবিতে রোববার মানববন্ধন করেছে শিমরাইলকান্দি ও নিউ মৌড়াইল এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে কালীবাড়ি মোড়ে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হাজী মোঃ ইদ্রিস মিয়া, আশরাফুল হাসান তপু, মোঃ আলাল মিয়া, মোঃ শাকিল ভূইয়া, শামীম আহমেদ, জাকির মাহদিন, সালাউদ্দিন মোল্লা, শাহীন মৃধা, মোঃ নাঈম, মোকারম হোসেন আদি, এস.আর আহমেদ সাজিদ, রাফা ইসলাম জ্যোতি প্রমুখ।
মানববন্ধননে বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ন এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বর্তমানে জরাজীর্ন ও ঝঁুকিপূর্ন হয়ে জনগনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বড় বড়
গর্তগুলোকে যানবাহনের চাকা ঢুকে ছোট-খাট দুর্ঘটনা ঘটে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শহরের কান্দিপাড়া, পাওয়ার হাউজরোড, শিমরাইলকান্দি ও নিউ মৌড়াইলের লোকজন চলাচল করে। কিন্তু রাস্তাটি কঙ্কালসার হয়ে যাওয়ায় এলাকাবাসী জীবনের ঝঁুকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। বক্তারা অবিলম্বে রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর দুভোর্গ দূর করার আহবান জানান। নতুবা কঠোর কর্মসূচী দেয়ার আল্টিমেটাম দেন তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply