স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে কাশবনে ঘুরতে গিয়ে এক তরুনী শ্লীলতাহানির ভিডিও ভাইরালের ঘটনায় জুনায়েদ-(২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুনায়েদ পৌর এলাকার দক্ষিণ পৈরতলার আব্দুল আউয়ালের ছেলে
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত জুনায়েদ ঘটনাস্থলে
উপস্থিত ছিলো বলে স্বীকার করেছেন। সে ঘটনার মূলহোতা রহিমের বন্ধু। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জুনায়েদ ঘটনার সাথে জড়িত সকলের নাম জানিয়েছে। জুনায়েদ অনেক গুরুত্বপূর্ন তথ্য প্রদান করেছে।
তিনি আরো বলেন, এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে প্রধান আসামী রহিম সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল সোমবার সকালে গ্রেপ্তারকৃত জুনায়েদকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক সংগঠন আমরাই ব্রাহ্মণবাড়িয়া তাদের গ্রুপ “উইশ ফর বেটার ব্রাহ্মণবাড়িয়া” পেইজে একটি ভিডিও পোষ্ট করে। ওই ভিডিওতে শ্লীলতাহানির শিকার তরুনীর পরিচয় গোপন রাখা হয়। ভিডিওটিতে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক তরুনী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের কাশবনে বেড়াতে যায়। সেখানে তরুনীকে উত্ত্যক্ত করছে একদল বখাটে। এই অবস্থায় তরুনীটি তাদের পায়ে ধরে বড় ভাই ডেকে কাকুতি-মিনতি করছে। কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করছে। এর মধ্য থেকে এক যুবক মেয়েটির সাথে অশ্লীল আচরন ও গালিগালাজ করে । ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply