শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর থেকে পপি, সোমা ও চম্পা নামে ১৫ বছর বয়সের যমজ তিন বোন রহস্যজনক ভাবে নিখোঁজের ৩ দিন পর রাতে আবিদা সুলতানা পপিকে উদ্ধার করেছে পুলিশ। পপি বর্তমানে ফুলপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার থেকে তাকে উদ্ধার করা হয়। তবে পপিসহ ৩ বোনের নিখোজ হওয়ার আসল ঘটনা এখনো জানা যায়নি।
ফুলপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী পপিকে উদ্ধার করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ আরও জানায়, বাকি দুই বোনের সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১টার পর ফুলপুর উপজেলার দক্ষিণ ভাইটকান্দিস্থ নিজ বাড়ি থেকে পপি, সোমা ও চম্পা নামে যমজ তিন বোন নিখোঁজ হয়। যমজ ওই তিন বোন ধান ব্যবসায়ী আব্দুর রহমানের কন্যা ও ভাইটকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply