স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর উপশাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার পৌর এলাকার মেড্ডা উপশাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যাবস্থাপক মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও ব্যাংকার সমীর চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোলা কচি, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী।
বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ হাবিবুলাহ, পৌর কাউন্সিলর আবুল বাশার, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, মুক্তিযোদ্ধা রোস্তম আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপশাখার ইনচার্জ সাইদুর রহমান মোলা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply