স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশের গণতন্ত্রকে আজ সমুন্বিত রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশে আজ শান্তি বিরাজমান, সাধারণ মানুষ আজ শান্তিতে বসবাস করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাধ্যকে সাধণ করেছে। সংবিধান ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার কলেজপাড়া যুব সমাজের উদ্যোগে মরহুম পেশকার মারফত আলী নাইট ক্রিকেট-২০২১ এর পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, দেশকে মাদকমুক্ত ও অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন।সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুর রহমান, বিশিষ্ট ব্যাংকার আব্দুল ওয়াদুদ ভূইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, আলহাজ্ব মোঃ হোসেন, মোঃ জুরু মিয়া, জসিম উদ্দিন, মোঃ ইরফানুর রশী, মোঃ শামসুলসহ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply