স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী, বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, আমি শাসক হতে চাইনা, পৌরবাসীর সেবক হতে চাই।
বৃহস্পতিবার দিনব্যাপী শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বর থেকে শুরু করে শহরের টি.এ রোড, ঘোড়াপট্টি মোড়, দক্ষিণ কালিবাড়ি মোড়,জেলা পরিষদ মার্কেট, স্টেশন রোড, মৌড়াইল,ফারুকী মার্কেটসহ বেশ কয়েকটি এলাকার ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ্, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, হুমায়ুন কবির বিদ্যানিকেতনে অধ্যক্ষ জিন্নাত আরা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, আসিফ টিউটোরিয়াল হোমের পরিচালক আসিফ ইকবাল খান, ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ অনিকসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক উপমন্ত্রী প্রয়াত এড. আলহাজ্ব এড. হুমায়ুন কবির প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরো বলেন, মানুষের জন্য সব সময় কাজ করেছি। আমি পুনরায় মেয়র পদে বিজয়ী হলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। সেই সাথে অসমাপ্ত সকল রাস্তা, পরিচ্ছন্নতা নগরায়ন, ড্রেনেজ ব্যাবস্থা, ময়লার ড্রামপিং পয়েন্ট সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করবো। মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে মানুষের আমানত রক্ষা করবো। আমি শাসক হতে চাইনা, পৌরবাসীর সেবক হতে চাই।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply