সংবাদ শিরোনাম
র‍্যাবের অভিযানে বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজা ও একটি পিকআপসহ দুইজন আটক

র‍্যাবের অভিযানে বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজা ও একটি পিকআপসহ দুইজন আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র‍্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজা ও একটি পিকআপসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 
গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা-সিলেট মহাসড়ককের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব ১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। 
র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়ককের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সারেরকোণা এলাকার আক্কাস আলীর ছেলে মোঃ রিমন মিয়া (২৫) ও একই উপজেলার দেওরগাছ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মোঃ আবুল কাশেম (৩৩) কে আটক করেন।

এসময় তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা ও একটি পিকআপ উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র‍্যাব ১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com