স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সেবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ সেবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এম সাইদুজ্জামানের সঞ্চালনায় সেবক সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আব্দুল খালেক বাবুল, জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সরকারি কলেজের সাবেক ভিপি ও বিদ্যাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুল ইসলাম মামুন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান অপু প্রমুখ।
সভায় বক্তাগন বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে একটি স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উন্নয়নের মার্কা নৌকা মার্কা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবিরকে নৌকা মার্কায় ভোট দিতে পৌরবাসীকে আহ্বান জানান বক্তাগন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply