মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে (কোভিড ১৯) করোনা ভাইরাসের টিকা গ্রহনের বিষয়ে জনগনকে সচেতন করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যােগে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে এক র্যালী বের করা হয়।
সোমবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় হাসপাতাল চত্তর থেকে র্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার হাসপাতাল চত্ত্বরে এসে শেষ হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০১ সংসদীয় ২৪৩, নাসিরনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এম,পি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজমা আশরাফি,অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল ইয়াজ হোসেন ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু সহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ,হাসপাতালে কর্মরত কর্মকর্তা কর্মচারী,ডাক্তার,নার্স সাংবাদিক সহ সুশীল সমাজের লোকজন। পরে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহন করেন মাননীয় সাংসদ আলহাজ্ব বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয়। এ সময় সবাইকে টিকা গ্রহণের আহবান জানান তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply