স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
দ্বিতীয় বারের মতো দেড়শ বছরের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার পৌর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র হিসেবে নির্বাচিত হলেন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে নায়ার কবিরকে বিজয়ী ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান।
নৌকা প্রতীকে ২৮ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের বিদ্রোহী মেয়র প্রার্থী হাজী মাহমুদুল হক ভুইয়া পেয়েছেন ১৯ হাজার ৭২২ ভোট।
বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply