স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেয়র পদে নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবিরকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন্দ্রীয় সমবায় কল্যান সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার (০৫ মার্চ) দুপুর ১২ টায় মেয়রের পাইকপাড়াস্থ বাসভবনে গিয়ে এ ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেল কেন্দ্রীয় সমবায় কল্যান সমিতির সভাপতিবিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসিফ ইকবাল খান, সহসভাপতি সাইফুল ইসলাম লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ন্যাশনাল এমসিএস লিমিটেড এর চেয়ারম্যান বিজয়নগর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক মোঃ এনামুল হক খোকন, জেল্ কেন্দ্রীয় সমবায় কল্যান সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট সমবায়ী অর্পণ ঋষি, প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপক লিটন রায়, সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমান চৌধুরী মুন্না ও রাব্বুল আলামিন প্রমুখ।
ফুলেল শুভেচছা ও অভিনন্দনকালে পৌর মেয়র মিসেস নায়ার কবির বলেন, সমবায়ীরা হচ্ছেন দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমবায়ের মাধ্যমে দেশের সকল ক্ষুদ্র জনগোষ্ঠীকে সহজে ঋণ দিয়ে তাদেরকে আর্থিক স্বাবলম্বী করতে সহযোগিতা করার কারনে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল থেকে উন্নত রাষ্টের পথে এগিয়ে যাচ্ছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply