সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সরকারি ও বেসরকারি কারা পরিদর্শকদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন) সকাল ১০টায় জেলা কারাগারের জেল সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কারাগার সরকারি ও বেসরকারি কারা পরিদর্শক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক হায়াত-উদ-দলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেল সুপার মোঃ নুরন্নবী ভূইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার বেসরকারি পরিদর্শক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা এ.জি মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহফুজা আক্তার প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, কারাগারের খাবার মান ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রশংসনীয়। তবে এই কার্যক্রমটি সুচারুভাবে চালিয়ে যেতে হবে। কারাগার বন্দিদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে পারলে তারা নিজেকে সাবলম্বি হিসেবে গড়ে তুলতে পারবে। কারাগার প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে কারাগার থেকে বেরিয়েও নিজেকে কর্মময় করে তুলতে পারবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply