মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কমিউনিটি ভিশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা হাসপাতালে কমিউনিটি ভিশন সেন্টারের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। এসময় নাসিরনগর হাসপাতালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, নাসিরনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে আল ইয়াজ হোসেন ফয়েজ চিশতী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার মুকুল, গোকর্ণ ইউপি চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল, ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, হাসপাতালের কর্মরত চিকিৎসক কর্মচারী ও সুশীল সমাজের লোকজন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply