স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ভিটে বাড়ির জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলায় দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
রবিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামের হাবিবুর রহমান সাথে একই এলাকার ইসহাক মিয়া দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জেরধরে রবিবার দুপুরে তেলিনগর হযরত নানা শাহ মাজারের পিছনে ও ফারুক মার্কেটের সামনে হাবিবুর রহমানের ছেলেরা ইসহাক মিয়ার ছেলেদের উপর হামলা করেন। এতে ঘটনাস্থলে উভয়পক্ষের ১০জন আহত হয়।
এ বিষয়ে উমর ফারুক নামে একজন জানান, তার চাচা হাবিবুর রহমানের ছেলে ওসমান গণী, সালমান ও আব্দুল খালেক তাদের জায়গা দখল করার প্রতিবাদ করায় তার ভাই আলী হোসেন ও ইয়াছিনকে কুঁপিয়ে রক্তাক্ত করেছে। তারা ইয়াসিনের বাড়িতে গিয়ে ও ফারুক মার্কেটের দোকান লুটপাট করেন। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ মিথ্যে বলে ওসমান গণী জানান, তার বাবা হাবিবুর রহমানের জায়গাতে তার চাচা ইসহাক মিয়ার ছেলেরা ভাড়া থাকেন। এখানে তার বাবা হাবিবুর রহমানের ও তার চাচা ইসহাক মিয়া সম-পরিমান সম্পত্তি আছে। তা নিয়ে আজকে তাদের মধ্যে ঝামেলা হয়ছে। তার তিনভাইও আহত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জায়গা সম্পত্তি নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply