১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন ও শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামলীগ থেকে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এসব কর্মসূচীর মধ্যে সকাল ৭টায় হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১০টায় বঙ্গবন্ধু স্কয়ারে জেলা আওয়ামীলীগসহ দলীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, বাদজোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থণাসহ সরকারী কর্মসূচীতে অংশগ্রহণ অন্যতম।
এছাড়া দলীয় কার্যালয়সহ জেলার সকল সরকারী ও বেসরকারী ভবনে আলোকসজ্জ্বার আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য যে, বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পার্ঘ অর্পণের জন্য জেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ১৭ই মার্চ সকাল ৯টার মধ্যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।
সকল কর্মসূচিতে যথাযথ সময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply