স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বিগত ২৮ ফেব্রুয়ারি ২০২১ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন প্রশাসন শাখা।
গত ১১ মার্চ ২০২১, বৃহস্পতিবার বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র নায়ার কবির। কাউন্সিলরগণ হলেন- ১নং ওয়ার্ড সংরক্ষিত আসনে হোসনে আরা বেগম, ২নং ওয়ার্ড সংরক্ষিত আসনে শাহানা বেগম, ৩নং ওয়ার্ড সংরক্ষিত আসনে মিনারা বেগম, ৪নং ওয়ার্ড সংরক্ষিত আসনে নিলুফা ইয়াছমিন, সাধারণ আসনে ১নং ওয়ার্ডে মোঃ জামাল হোসেন, ২নং ওয়ার্ডে শেখ মোঃ মাহফুজ মিয়া, ৩নং ওয়ার্ডে আক্তার হোসেন চৌধুরী, ৪নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৫নং ওয়ার্ডে মোঃ আবদুল মালেক, ৬নং ওয়ার্ডে ওমর ফারুক জীবন, ৭নং ওয়াডে ফারুক আহমেদ, ৮নং ওয়ার্ডে মীর মোঃ শাহীন মিয়া, ৯নং ওয়ার্ডে মোঃ ফারুক মিয়া, ১০নং ওয়ার্ডে মোঃ কাওসার মিয়া, ১১নং ওয়ার্ডে সাকিল, ১২নং ওয়ার্ডে মোঃ আনোয়ারুল ইসলাম এর তালিকা প্রকাশ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply