সংবাদ শিরোনাম
নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার কমলগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ নানা কর্মসূচিতে কমলগঞ্জে গুড নেইবারস এর পরিচ্ছন্নতা অভিযান ঢাকাস্থ চম্পকনগর ইউনিয়ন সমিতি গঠনের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের দুই ঘন্টা অবস্থান কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিটিজেএ সভাপতিরসহ পরপর তিন টিভি সাংবাদিকের মোটরসাইকেল চুরি কমলগঞ্জে স্কাউটের ব কাব কার্নিভাল ২০২৫ কমলগঞ্জে অভিভাবক -ছাত্র -শিক্ষক সমন্বয় সভা লালমনিরহাটে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক বিজয়নগরে পুকুর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ।। আহত- ৭।। একজনে হাতের কব্জি বিচ্ছিন্ন
মাহে রমজানের প্রস্তুতিতে শা’বান মাসের ভূমিকা অপরিসীম

মাহে রমজানের প্রস্তুতিতে শা’বান মাসের ভূমিকা অপরিসীম

রহমত,মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আসছে পবিত্র মাহে রমজানুল মোবারক।রমজান মাসের আমল ও এবাদতের গুরুত্ব অপরিসীম। তবে যে মাসের সমাপ্তীতে এই মহিমান্বিত মাসের আগমন সেই শা’বান মাসের ও রয়েছে বিশেষ গুরুত্ব ও ফজিলত। শা’বান মাসকে রমজান মাসের প্রস্তুতির মাস হিসেবে গ্রহণ করে রাসুল (সাঃ) বিশেষ দোয়া করতেন এবং সাহাবীদেরকে ও শিক্ষা দিতেন। রাসুল (সাঃ) এই বলে দোয়া করতেন যে হে আল্লাহ রজব ও শা’বান মাসে আমাদের বিশেষ বরকত দান কর এবং রমজান পর্যন্ত আমাদের পৌছে দাও।
রমজান মাসের প্রস্তুতীর লক্ষ্যে শা’বান মাসকে বিশেষ গুরত্ব দিতেন। হজরত আয়েশা (রাঃ) বর্ননা করেন যে, রাসুল(সাঃ) শা’বান মাসের চাঁদের কথা এতো গুরুত্বের সাথে স্বরণ করতেন যা অন্য মাসের বেলায় হতোনা।মাহে রমজানের মর্যাদা রক্ষায় এবং এর হক্ব আদায়ের অনুশীলনের জন্য রাসুল (সাঃ) শা’বান মাসে অধিক হারে রোজা রাখতেন। শা’বান মাসের বৈশিষ্টের অন্যতম হল এ মাসের পঞ্চদশতম রাত যা শবে বরাত হিসেবে পরিচিত। এ রাতের ও রয়েছে বিশেষ তাৎপর্য ।  শা’বান মাস হল মাহে রমজানের প্রস্তুতী গ্রহণ করার মাস।তাই রমজান মাসের প্রস্তুতী গ্রহণে শা’বান মাসের ভূমিকা ও গুরত্ব অপরিসীম।★শা’বান মাসের পরিচতি – ইসলামী বর্ষপঞ্জীকায় অষ্টম মাস হল শা’বান মাস। যা রজব ও রমজান মাসের মধ্যবর্তী মাস শা’বান। এ মাস বড় পূন্যময় ও ফজিলতময়। রমজানের আগমনী বার্তার মাস। রমজানের পূর্ববর্তী নিকটতম মাস হিসেবে এ মাসের গুরুত্ব ও ফজিলত অনেক। রাসুল (সাঃ) বলেন রজব মাসে চাষাবাদ করে এবাদতের বীজ বপন কর।শা’বান মাসে তাতে পানি দাও এবং রমজান মাসে এর ফসল আহরণ কর।
★শা’বান মাসের নামকরণ – শা’বান আরবি শব্দ।যার অর্থ ছড়িয়ে পড়া,বিস্তৃতি লাভ করা। যেহেতু এ মাসে আল্লাহ তায়ালার অপার অনুগ্রহ ও দয়া বিস্তৃতি লাভ করে জগৎবাসীর উপর এবং মুমিনদের প্রতি এ মাসে তার বিশেষ কৃপার দৃষ্টির শাখা প্রশাখা প্রসারিত হয় তাই এ মাসকে শা’বান নামকরণ করা হয়েছে।এ মাসে যারা রোজা রাখে তাদের জন্য রয়েছে অনেক কল্যান ও বরকত।
★শা’বান মাসের গুরুত্ব ও ফযিলত – প্রিয় নবী মোহাম্মদ (সাঃ) বলেন তোমরা রমজানের উদ্দেশ্যে শা’বান মাসের চাঁদের হিসাব রাখবে।কেননা শা’বান মাসের চাঁদের হিসাব নির্ভুল হলে রমজানের চাঁদের বিষয়ে মতভেদ হবে না।
★মুয়াত্বা এ ইমাম মালিকে বর্নীত আছে হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসুল (সাঃ) অন্যান্য মাসের তুলনায় শা’বান মাসের অধিক রোজা রাখতেন।শা’বান মাস এলে রাসুল (সাঃ) স্বীয় আমলের পরিমান স্বাভাবিক অবস্থা থেকে ব্যাপকহারে বাড়িয়ে দিতেন এবং সকলকে অধিক নেক আমলের প্রতি উৎসাহ প্রদান করতেন।★হজরত আয়েশা (রাঃ) বলেন,রাসুল (সাঃ) বলেছেন রমজান হল আল্লাহর মাস, কেননা রমজান মাসের রোজা রাখাকে তিনি ফরজ করেছেন। আর শা’বান মাস হল আমার মাস,অর্থাৎ এ মাসে রোজা ইত্যাদি নফল কাজ আমি সুন্নাত করেছি।তাই শা’বান মাস হল পরিত্রাণকারী আর রমজান মাস হল মোচনকারী। পুরো শা’বান মাস জুড়ে আল্লাহর বান্দাহ গণদের জন্য রয়েছে অফুরন্ত পূন্য ও সওয়াব অর্জনের সুবর্ন সুযোগ।আল্লাহর সন্তুষ্টিকামী মুমিনদের জন্য আবশ্যক হল সমগ্র মাসকে তারই এবাদতে মনোনিবেশ করা।

লেখক- মুফতী মোহাম্মদ এনামুল হাসান, যুগ্ম সম্পাদক, ইসলামী ঐক্যজোট, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com